ঢাকাTuesday , 11 July 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ খবর

কলাপাড়ায় আদালত চত্বরের গাছ কাটার অভিযোগে এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

admin
July 11, 2023 3:36 am
Link Copied!

দিগন্ত ডেস্ক :: পটুয়াখালীর কলাপাড়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আদালত চত্বরের গাছ কাটার ঘটনায় অভিযোগ আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে কলাপাড়া উপ‌জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে আদালতের স্টেনো (টাইপিস্ট) আব্দুর রাজ্জাক বাদী হয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কানুনগো নজরুল ইসলাম, অফিস সহকারী আমিনুল ইসলাম, তহশিলদার মো. আলাউদ্দিন ও গোলাম মোস্তফার নামে অভি‌যোগ দায়ের করেন।

মামলায় বলা হয়, কলাপাড়া উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালত ৬১৪ নং দাগের অনুমান দুই দশ‌মিক শূন্য ছয় ভূমির উপর সরকার কর্তৃক নির্মিত ভবনে বিচার কার্যক্রম দীর্ঘ বছর ধরে পরিচালিত হয়ে আসছে।

সম্প্রতি আদালত ভবনে ফাটল ধরায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় থেকে অনুমোদনকৃত ভিন্ন বাড়ি ভাড়া করে বিচারকার্য পরিচালনা হয়ে আসছে।

সম্প্রতি এসিল্যান্ডের নির্দেশে আসামিগণ সরকারের অনুমতি ছাড়া আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ, যা লম্বা প্রত্যেকটি ১৫ ফুট, বেড় ৩ ফুট, আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা এবং পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাদীসহ সাক্ষীরা নিষেধ করলে আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করে।

সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ সাংবাদিক‌দের বলেন, যেহেতু মামলা দায়ের করা হয়েছে, এখন বিষয়টি আইনগতভাবে ফয়সালা হবে।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, আমি বিষয়টি অবগত নই। আদালতের আদেশ না পেয়ে কোনো বক্তব্য দেয়া সমীচীন হ‌বে না।